সব

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফাঁসি কার্যকর করার দাবি বদিউল আলমের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 19th August 2019at 10:25 pm
64 Views
কামরুল হাসান খান:১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সপরিবারে হত্যাকারী পলাতক খুনীদের অবিলম্বে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার জোর দাবি জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি।
সোমবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলা চত্বরে উপজেলা যুবলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য কালে সরকার ও বিচার বিভাগের প্রতি তিনি এ আহ্বান জানান।
উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবুল বেপারী’র সভাপতিত্বে এ সময় জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল খালেক বিএসসি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ শামীম,  মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, যুগ্ম সাধারন সম্পাদক আতোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার শামীম, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হক স্বপন,জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ন আহব্বায়ক মাহাবুবুর রহমান জনি,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম চৌধুরী রানাসহ আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা আরো বলেন, ২০০৪ সালের ২১  আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পাকিস্তানি দোসরদের সাথে হাত মিলিয়ে তারেক রহমান গ্রেনেড হামলা চালিয়েছিল। তিনি নারকীয় এই হত্যাকাণ্ডের মূলহোতা তারেক রহমান সহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত চূড়ান্ত রায় কার্যকর করার দাবি জানান।
সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় ও জননেত্রী শেখ হাসিনা, এমপি দুর্জয়, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন -অর রশিদ এর দীর্ঘায়ু কামনায় এবং দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর