জলবায়ু পরিবর্তন জনিত হুমকি মোকাবেলায় প্রাথমিক পর্যায় থেকেই প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় অংশীদারদের জড়িত থাকা প্রয়োজন- অর্থমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ বিশ্ব আজ প্রকৃতপক্ষেই জলবায়ু পরিবর্তনজনিত কারনে হুমকীর সম্মুখীন। জলবায়ু পরিবর্তন থেকে উদ্ভুত বহুবিধ প্রভাবের মুখোমুখি হয়েবিশ্বের ভবিষ্যত হুমকির মধ্যে রয়েছে। ১৯ থেকে ২৪ আগস্ট, ২০১৯ দক্ষিণ কোরিয়ার ইনচিয়নের স্যাংডোতে গ্লোবাল ক্লাইমেট ফান্ড (জিসিএফ) “গ্লোবাল প্রোগ্রামিং কনফারেন্স“ এর আয়োজন করেছে। জলবায়ু পরিবর্তন থেকে উদ্ভুত বহুবিধ প্রভাবকে টেকসইভাবে সমাধানের জন্য অংশীদারদেশগুলিকে সমর্থন করার উপায় এবং পথ বের করাই এ সম্মেলনের উদ্দেশ্য। এই সম্মেলনের এ বছরের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘জলবায়ুরউচ্চাকাঙ্ক্ষাকে উপলব্ধি করা (Realising Climate ambitions)‘।
মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ, এমপির নেতৃত্বে বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্মেলনে অংশনিচ্ছেন। মাননীয় অর্থমন্ত্রী জলবায়ু পরিবর্তনজনিত হুমকি মোকাবেলায় বাংলাদেশ সরকার কর্তৃক এ পর্যন্ত নেওয়া পদক্ষেপ ও কার্যক্রম সংক্ষেপেবর্ণনা করেছেন। তিনি কার্যকর ফলাফল অর্জনের জন্য প্রাথমিক পর্যায় থেকেই প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় অংশীদারদের জড়িত থাকারপ্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
অর্থনৈতি সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব মনোয়ার আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারাও সম্মেলনে যোগ দিচ্ছেন। ১০ টি দেশের মন্ত্রীরা, উচ্চপর্যায়ের সরকারী কর্মকর্তা, থিঙ্ক ট্যাঙ্কস, সিএসও, এনজিওরা ৫ দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন। উচ্চ পর্যায়ের ফোরামে, বিভিন্ন দেশের মন্ত্রীরা কিভাবে তারা তাদের দেশের জলবায়ু পরিবর্তনজনিত হুমকীর সম্মূখীন হচ্ছেন এবং মোকাবেলায় কি ধরনে পদক্ষেপ নিতে চাচ্ছেন সে বিষয়গুলে তুলে ধরছেন। স্বীকৃত সংস্থাগুলির প্রধানরা তুলে ধরছেন যে তারা কীভাবে দেশগুলিকে জিসিএফ সমর্থন দিয়ে এই উচ্চাকাঙ্ক্ষাগুলি উপলব্ধি করতেসহায়তা করবে।