নর্দান ইউনিভার্সিটিতে ডেঙ্গু প্রতিরোধে র্যালি
স্টাফ রিপোর্টারঃ “নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এ প্রতিপাদ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি, এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আজ (২৪ আগস্ট) এক সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালির উদ্বোধন করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ সারাদেশে মহামারি আকার ধারন করেছে। সচেতনতার অভাবে এর মাত্রা বেড়েই চলেছে, তাই সমাজ, পরিবার তথা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব হয়ে পড়েছে, এই মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে নিজে বাঁচতে ও পাশের মানুষটিকে বাঁচাতে সচেতনতা বৃদ্ধি করা। ডেঙ্গু প্রতিরোধে সরকার ও সিটি কর্পোরেশন যে ভূমিকা নিয়েছে তার জন্য ধন্যবাদজ্ঞাপন করেন। এ ছাড়াও, তিনি ব্যক্তি পর্যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমেও এই বিষয়ে সচেতনতামূলক সংবাদ প্রচার করার অনুরোধ করেন।
র্যালিতে আরো উপস্থিত ছিলেন এনইউবি পাবলিক হেলথ বিভাগীয় প্রধান ড. (লে. কর্ণেল) সরদার মাহমুদ হোসেন সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।