সব

কোটালীপাড়ায় খালের মধ্য থেকে এক যুবকের লাশ উদ্ধার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 24th August 2019at 11:15 pm
99 Views

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি ঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাজিব খান (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা ১২টায় ঘাঘর – পয়সারহাট খালের হরিনাহাটি ঠাকুরবাড়ীর পশ্চিমপাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের লোকজন জানায় বুধবার বিকেলে রাজিব বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি এর পর অনেক খোজাখুজি শেষে শনিবার সকালে বাড়ীর উত্তরপাশের্^র খালে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত রাজিব বরিশালের মুলাদি থানার পিন্টু খানের ছেলে, বাবার সাথে রাজিবের মায়ের বিবাহ বিচ্ছেদের কারনে কোটালীপাড়া হরিনাহাটি গ্রামে নানা মাজেদ খানের বাড়িতে বসবাস করত।

অপর দিকে এলাকাবাসী বুধবার রাতে কয়েকজন মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এদের মধ্যে জিয়াদুল খান, সুমন, আয়নাল খান ও নিহত রাজিব খান ছিল।

এলাকাবাসীর ধারনা মাদক ব্যবসায়ীরা তাড়া খেয়ে আত্মগোপন করে এবং নিজেদের মধ্যে কলহ সৃষ্টি হলে রাজিবকে হত্যা করে পানিতে ফেলে যায়।

নিহতের মামা আহাদ খান বলেন- আমার ভাগিনা রাজিব খানকে ওর সহযোগিরাই হত্যা করেছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান বলেন- রাজিব নামে এক যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


সর্বশেষ খবর