সব

শেরপুর নকলা বাইপাস সড়কে বৃষ্টির পানিতে পীচ ও মাটি সরে যাচ্ছে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 27th August 2019at 12:49 am
51 Views

ফারুক হোসেন (শেরপুর)প্রতিনিধি : নকলা উপজেলা বাইপাস সড়কে আবারও দূর্ণীতি ও নিম্নমানের কাজের প্রমান মিলেছে। সামান্য বৃষ্টির পানিতে দু’পাশের পীচ ও মাটি সরে যাচ্ছে অনেক অংশেই।৩ বছর আগেও এই বাইপাস সড়ক নতুন করে নির্মান করা হলে বেশিদিন টিকেনি। কোটি কোটি টাকা নষ্ট হয়েছে সরকারের আর ভুক্তভোগী হয়েছে জনগন।

২০১৯ সালের শুরুর দিকে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে ৪.৭ কিঃমিঃসড়ক ও ১০ টি কালভার্ট নকলা বাইপাস সড়কের নির্মান কাজ শুরু করে মেসার্স  মাসুদ হাইটেক ইন্জিঃ লিঃ।

বাইপাস সড়ক নির্মানের অনিয়মের ব্যাপারে উপ- সহকারী প্রকৌশলী সাদিয়া হক বলেন, অচিরেই ঠিকাদার প্রতিষ্ঠান কে পূনরায় সংস্কারের কাজের জন্য বলা হবে এবং কাজের মান সঠিক করা হবে।

সড়ক ও জনপথের কার্যাদেশ সহকারী আজাদুল হক আজাদ বলেন, উর্ধতন কর্তৃপক্ষকে রাস্তার দু’পাশে অধিক পরিমানে মাটি ভরাটের কাজ না থাকায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। মাত্র ৩ ফুট মাটি দেওয়ার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের কার্যাদেশে উল্লেখ আছে।

তবে বাস্তবে তা ভিন্ন চিত্র।স্থানীয় এলাকা বাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন,ঠিকাদার প্রতিষ্ঠান বৃষ্টির সময় পীচ ঢালাই করে এবং রাস্তার দুপাশে গভীর গর্ত করে সেই মাটি রাস্তায় ব্যবহার করছে যার ফলে সামান্য বৃষ্টিতেই পাশের মাটি ভেঙ্গে নিচে চলে যাচ্ছে। সবচেয়ে বেশি দূর্ঘটনা ঘটার আশংক্ষা হচ্ছে গাড়ী যখন অভারটেক করবে তখন,কারন দুপাশে মাটি না থাকার কারনে।

নকলাবাসী যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি ও সঠিক তদারকি কামনা করছেন।ঠিকাদার প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মচারী আরিফ হোসেন বলেন,অচিরেই দু পাশের ক্ষতিগ্রস্থ সড়কে মাটি ফেলার কাজ শুরু করব।


সর্বশেষ খবর