সব

নড়াইলে ২৩৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-৩

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 27th August 2019at 1:05 am
59 Views

নড়াইল প্রতিনিধিঃ  নড়াইলের মদিনা পাড়ায় পুলিশ সুপার’র নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩৪ ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মহিষা ও মদিনা পাড়ার মাদক সম্রাট আব্দুল্লাহ্ আল মামুন (৩৫),স্ত্রী লীমা বেগম ও সহযোগী আজগার আলী (৪০) । তাদেরকে  নিজ ঘর হতে তল্লাসী করে ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।

এ মাদক ব্যাবসায়ী আব্দুল্লাহ্ আল মামুন একজন ধ্রত মাদক ব্যাবসায়ী,আজ আমরা হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জানান রবিবার (২৫,আগস্ট) রাত ১০ টার দিকে নড়াইলের লোহাগড়া থানা পুলিশের বিশেষ অভিযানে, এসআই মিল্টন কুমার দেবদাস ও এসআই আতিকুজ্জামানের নেত্রীত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মহিষা পাড়া মদিনা পাড়ার মাদক সম্রাট আব্দুল্লাহ্ আল মামুন (৩৫),স্ত্রী লীমা বেগম ও সহযোগী আজগার আলী (৪০)কে নিজ ঘর হতে তল্লাসী করে ভারতীয় ২৩৪ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করে।

অপরদিকে নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, এস.আই খায়রুল আলম ও এস.আই তাহিদুর রহমান এর নেতৃত্বে-৭০০ পিস ইয়াবা সহ নিজ বাড়ির সামনের রাস্তার উপর থেকে মাদক কারবারি আমিনুর মোল্যা (৩৮) কে আটক করেছে।

পুলিশ সুপার আরো বলেন পুলিশের কাজে বাঁধা আসবেই। তাই বলে কাউকে থেমে থাকলে চলবে না। সকলকে সব বাঁধা-বিপত্তি অতিক্রম করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে কেউ যদি কোন সমস্যার সম্মুখীন হয় তবে তাকে সার্বিকভাবে সহায়তা করা হবে বলেও পুলিশ সুপার জানিয়েছেন।

এছাড়াও নড়াইল পুলিশের কোন কর্মকর্তা বা কর্মচারীরা যে সমস্ত কল্যাণকর আবেদন করে থাকেন সেগুলিও খুব গুরুত্বের সাথে পর্যালোচনা করে তাৎক্ষণিকভাবে সমাধান করা হবে।

মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত নড়াইল গড়ার প্রত্যয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে পুলিশ সুপার ।


সর্বশেষ খবর