সব

‘অবাস্তব’ তথ্য প্রকাশঃ ফখরুল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 12th April 2016at 4:29 pm
22 Views

00 (10)স্টাফ রিপোর্টারঃ ২০১৫-১৬ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ০৫ শতাংশ হবে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য প্রকাশ করেছে, তাকে ‘অবাস্তব’ বলে দাবি করেছে বিএনপি।

মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের এই অবস্থান তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ৭ দশমিক ০৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে ৩০ শতাংশ বিনিয়োগ প্রয়োজন। কিন্তু দেশের বিনিয়োগ ২৮ শতাংশে দাঁড়িয়ে আছে। এই বিনিয়োগ দিয়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি সম্পূর্ণ অবাস্তব।

তিনি বলেন, অর্থনীতির যেসব সূচক জিডিপির প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলে, বর্তমানে সেসব সূচকের অবস্থা সন্তোষজনক নয়।

মির্জা ফখরুল জানান, ব্যক্তিখাতে বিনিয়োগের অভাব, দুর্নীতি আর সরকারের লুণ্ঠনের রামরাজত্বসহ অর্থনীতির সার্বিক বিষয় অবনতিশীল হওয়ায় এই প্রবৃদ্ধি অর্জন অসম্ভব। বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) বাংলাদেশের এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে মত দিয়েছে।

তিনি অভিযোগ করেন, জনগণকে বিভ্রান্ত করতেই আওয়ামী লীগ সরকার এসব তথ্য দিচ্ছে। এর মাধ্যমে তারা উন্নয়ন দেখাতে চাইছে।


সর্বশেষ খবর