সব

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বৈধ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 12th April 2016at 4:03 pm
27 Views

5স্টাফ রিপোর্টারঃ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন প্রক্রিয়া বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তবে এই নিবন্ধন প্রক্রিয়া সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে সংরক্ষণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমেন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

এর আগে গত রোববার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের বলেন, যারা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের বিরোধীতা করছে তারা জামায়াত-শিবির ও বিএনপির লোক।

এ ছাড়া গত ৪ এপ্রিল আঙুলের ছাপ নিয়ে জনমনে শঙ্কার পরিপ্রেক্ষিতে সিম নিবন্ধনের জন্য সংগৃহীত আঙুলের ছাপের অপব্যবহার করলে মোবাইল ফোন অপারেটরদের ৩০০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।


সর্বশেষ খবর