চুক্তি স্বাক্ষরিত হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
ডেস্ক রিপোর্টঃ শ্রমিকদের প্রত্যেকের স্ব স্ব একাউন্টে টাকা প্রবেশ করা।আর দ্বি-পাক্ষিক বৈঠকে চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষনা দেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব জুটমিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন ।
এদিকে মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিট থেকে মিল ধর্মঘটের পাশাপাশি লাগাতার রাজপথ-রেলপথ অবরোধ শুরু করেছেন ৭ রাষ্ট্রায়ত্ব মিলের শ্রমিকরা।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটের অষ্টম দিন এবং দ্বিতীয় দফায় ডাকা লাগাতার রাজপথ ও রেলপথ অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে শ্রমিকরা মিছিল নিয়ে খুলনা-যশোর মহাসড়কের তিনটি স্পটে অবস্থান নিয়েছেন।