বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
আমার বাংলা ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী বিজিবি বিওপির মেইন পিলার ৭৬ এর কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, বৈঠকে বিজিবি ও বিএসএফের সমন্বয়ে সমন্বিত টহল, মাদক পাচার রোধ, কাটাতারের বেড়া না কাটা, সুসম্পর্ক রক্ষা ও অবৈধ পারাপার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মাহেন্দ্র কুমার।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক তাজুল ইসলাম ও ৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক শেখ সাইফুল আহম্মেদ এবং বিএসএফের ১১৩ ব্যাটালিয়নের স্টাফ অফিসার ভিপিএস ইয়াদব ও সতীশ চন্দ্র।