ছাত্র হত্যার বিচারের দাবীতে ময়মনসিংহে মানবন্ধন।
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রায়হান মাহমুদ রাজ(২১)এর হত্যা কারীদের দ্রুত শাস্তির দাবিতে স্থানীয়দের সঙ্গে নিয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।মানববন্ধন শেষে ময়মনসিংহ পুলিশ সুপার বরাবর গণস্বাক্ষরের স্মারকলিপি প্রদান করেন।
১১এপ্রিল সোমবার বেলা ১২টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা রায়হান মাহমুদ রাজ (২১) হত্যা কারীদের সনাক্তকরে দ্রুতবিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৬মার্চ রোববার ময়মনসিংহের বাইপাস মোড় এলাকায় সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রায়হান মাহমুদ রাজ (২১) এর মরাদেহ উদ্ধার করে ময়মনসিংহ কোতুয়ালী থানা পুলিশ।কে বা কারা রায়হান মাহমুদ রাজ (২১)কে হত্যা করেছে তা এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনার পরপর নিহত শিক্ষার্থীর পরিবার ময়মনসিংহ কোতুয়ালী থানায় একটি মামলা করেন। নিহত শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহের শম্ভুগঞ্জে। তার পিতার নাম-রফিকুল ইসলাম।