সব

ময়মনসিংহে মালামাল উদ্ধার:গ্রেফতার ২

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 12th April 2016at 3:43 pm
24 Views

1গোলাম রাসেল: ময়মনসিংহে মুক্তাগাছায় গত ৮ এপ্রিল রাতে চুরি হওয়া মালামাল পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে।এবং জড়িতের অভিযোগে ২ জনকে মাদকসহ ও মালামালসহ গ্রেফতার করেছে।

রবিবার রাতে শহরের লক্ষীখোলার বাসিন্দা ইমরান(২৫)এবং হেলাল(৪০)কে গ্রেফতার ও তাদের আজ সোমবার দুপুরে ময়মনসিংহের একটি আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়,গত শুক্রবার  রাতে শহরের লক্ষীখোলা এলাকার নাছিমা ভবনে ভাড়াটিয়া ব্যবসায়ী আনোয়ারের ফ্লাটে ঢুকে কয়েকজন দুষ্কৃতকারী স্বর্ণালংকার ও এলইডি ছিনতাই করে নিয়ে যায়।৯ এপ্রিল আনোয়ার বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন।মামলার পরিপ্রেক্ষিতে থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মালামাল গ্রেফতারকৃত হেলালের বাড়ি থেকে লুণ্ঠিত এলইডি টেলিভিশন উদ্ধার এবং ইমরানের নিকট থেকে ৫ পিস নেশার ইনজেকশন ও ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।


সর্বশেষ খবর