সব

তুরাগে স্কুলছাত্রীর আত্মহত্যা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 11th April 2016at 12:38 am
18 Views

36মো হৃদয় খানঃ রাজধানীর তুরাগে বাউনিয়া পূর্ব পাড়া মোছাঃ তানজিলা খাতুন তিথি (১৮) নামে এক   স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

রবিবার (১০ এপ্রিল) সকাল ৫.৩০ দিকে তুরাগে বাউনিয়া পূর্ব পাড়া তাহার বাবার বাড়ি নিজ ঘরে আত্মহত্যা করে ।

তার স্মামীর নাম মো হারুন আর রসিদ ।

রাজধানীর তুরাগে বাউনিয়া পূর্ব পাড়া মো ফিরোজ মিয়ার  মেয়ে এবং দশম শ্রেণির শিক্ষার্থী।

জিডির সূত্রে জানাগেছে, গত ২/৪তাং কে তার স্মামীর বাড়ি থেকে দশম শ্রেণির পরিক্ষা দিতে তার বাবা ফিরোজ মিয়ার বাসায় আসেন । শনিবার রাত ১০টায় তার শয়ন কক্ষে জায় । রবিবার (১০ এপ্রিল) সকাল ৫.৩০ দিকে ঘরের আড়ার সাথে  ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ অবস্থায় তাকে উদ্ধার করে তুরাগ থানা পুলিশ ।

বিস্তারিত……

 


সর্বশেষ খবর