সব

হোমিওপ্যাথির জনক মহাত্বা ডাঃসামুয়েল হ্যনিম্যানের ২৬১ তম জম্নদিন পালিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 10th April 2016at 11:39 pm
34 Views

21শিক্ষা সংবাদদাতাঃ উওরা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কতৃক হোমিওপ্যাথির জনক মহাত্বা ডাঃসামুয়েল হ্যনিম্যানের ২৬১ তম জম্নদিন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে ।

রবিবার সকাল ১০টার উওরা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল অনুষ্ঠান আয়োজন করে ।

অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন সহ সভাপতি, উওরা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল মোঃ আনোয়ার হোসেন মোল্লা বিশেষ অথিতি ছিলেন দাতা সদস্য, উওরা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল হাজী মোঃ শাহ আলম  উপদেষ্টা, উওরা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল হাজী মোঃজাহাঈীর আলম প্রমুখ ।

সভাপতিত্ব করেন আন্তজাতিক খ্যাতি সম্পন্ন ডাঃ এম. এ. কাদের প্রিন্সিপাল, উওরা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ।

অনুষ্ঠানে আলোচক বৃন্দ ছিলেন উওরা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের শিক্ষক-শিক্ষিকা ও ছাএছাএী বৃন্দ ।


সর্বশেষ খবর