সব

ভাল সংবাদের অপেক্ষায় ত্রাণমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 10th April 2016at 11:15 pm
30 Views

22স্টাফ রিপোর্টারঃ দুর্নীতি মামলায় ১৩ বছরের সাজা আপিল বিভাগে বহালের প্রতিক্রিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সামনে ভাল সংবাদ আসবে অপেক্ষা করেন ।

সচিবালয়ে নিজ দফতরে রবিবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দুর্নীতি মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন রবিবার খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে নিম্ন আদালতে দেওয়া মায়ার ১৩ বছরের সাজা আপিল বিভাগে বহাল থাকল।

এ বিষয়ে মায়া বলেন, ‘আজ রায় হওয়ার কথা, হয়েছে, তবে আমি রায়ের বিষয়ে এখনও কিছু জানি না। আপনাদের মাধ্যমে আমি জানলাম। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব।’

‘বিষয়টি জানার পর আপনারা আসেন তারপর কথা বলব’ বলেন আওয়ামী লীগের এ নেতা।

আইনজীবীর সঙ্গে পরামর্শ করে কথা বলতে চাইলে আমরা অপেক্ষা করি- একজন সাংবাদিক এমন প্রস্তাব দিলে মন্ত্রী সহাস্যে বলেন, ‘অবশ্যই, মাসখানেক অপেক্ষা করেন না। অপেক্ষার তো শেষ নেই। তবে ভালো হবে…।’

এরপরই চুপ হয়ে যান তিনি। তবে কী ভালো হবে তারও কোনো ব্যাখ্যা দেননি মায়া।


সর্বশেষ খবর