আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ে এ্যলামনাই দিবস ২০১৬ উদযাপন
স্টাফ রিপোর্টারঃ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেজ এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি ইউনিভার্সিটি)’র আইইউবিএটি আল্যামনাই এ্যাসোসিয়েশন (আই.এ.এ.) এর আল্যামনাই দিবস ২০১৬ উদযাপিত হল।
এই দিবস উপলক্ষে ২৮জন সফল গ্র্যাজুয়টকে বিজনেস, নার্সিং, ইকোনোমিক্স, হসপিটালিটি ও ইঞ্জিনিয়ারিং এওয়ার্ড প্রদান করে এবং ৭ (সাত লক্ষ) টাকার চেক হস্তান্তর করে আই.এ.এ. আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, এমপি। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী-৩ এর সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রনালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। অতিথী হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক ও ডায়মন্ড ওযার্ল্ড লিমিটেড এর মহা-পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা। অনুষ্ঠানে চেয়ারম্যান ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিষ্টাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্যামনাই এ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট জনাব মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন আল্যামনাই এ্যাফেয়ার্সের এক্সিকিউটিব-ইন-চার্জ জনাব বিপ্লব কান্তি দাশ (জয়)। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী এবং আল্যামনাই এ্যাসোসিয়েশন এর সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তবে মন্ত্রী বলেন, এওয়ার্ড এবং শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর এবং আশাবাদ ব্যক্ত করেন যে শিক্ষা বৃত্তির মাধ্যমে উচ্চ শিক্ষা প্রশারিত হবে এবং এওয়ার্ড গ্র্যাজুয়েটদের কর্মদক্ষতা বৃদ্ধিতে উৎসাহ প্রদানের মাধ্যমে শিল্পের উন্নয়নে অবদান রাখবে।
এটাই হয়ত প্রথমবার কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটগন সম্মিলিতভাবে শিক্ষাবৃত্তি ও সফল গ্র্যাজুয়েটদের জন্য এওয়ার্ডের সূচনা করল।
টেকশই উন্নয়ন প্রনোদিত করার জন্য এওয়ার্ড নির্ধারণের ক্ষেত্রে সামাজিকভাবে দায়বদ্ধ ও পরিবেশ বান্ধব শিল্পে নিয়োজিত গ্র্যাজুয়েটগণ প্রাধান্য পেতে পারে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নতি করতে দক্ষ, প্রশিক্ষিত এবং সৃজনশীল জনগোষ্ঠি তৈরীতে বিশ্ববিদ্যালয়গুলিকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান এবং শিল্পখাতকে এগিয়ে নিতে প্রশিক্ষিত আইটি প্রকৌশলী ও জনগন প্রয়োজন উল্লেখ করে শিক্ষার আধুনিকায়ন ও গুনগতমান বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহবান জানান।