সব

মশা নিধনে ঢাকাসহ সারা দেশে ওষুধ ছিটানোর নির্দেশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 28th August 2019at 2:30 pm
44 Views

আমারবাংলা ডেস্কঃ ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশার উৎস নির্মূলে ঢাকাসহ সারা দেশে ব্যাপকভাবে ওষুধ ছিটানো ও অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলায় অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।

আজ বুধবার (২৮ আগস্ট) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মশা নিধনে বিশ্বের অন্যান্য দেশের উদারহণ টানেন আদালত। বলেন, প্রয়োজনে স্কুল-কলেজ, অফিস-আদালত এক-দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করে সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশার আবাসস্থল নির্মূলে একযোগে অভিযান পরিচালনা করা যেতে পারে।

আদালতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো অবহেলা আছে কি-না, অবহেলা থাকলে সেটা কার দায়, মশা নিয়ন্ত্রণে কার কী দায়িত্ব ছিল- তা তদন্তে কমিটি গঠন বিষয়ে আপাতত কোনো আদেশ দেননি আদালত। তবে আদালত বলেছেন, ‘পরবর্তীতে অবশ্যই তদন্ত কমিটি করা হবে।’

আদালতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান।


সর্বশেষ খবর