সব

চামড়া নিয়ে বিশৃঙ্খলা ঠেকাতে নতুন উপায় বের করা হবে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 28th August 2019at 2:33 pm
48 Views

আমারবাংলা ডেস্কঃ এ বছর কোরবানির পশুর চামড়া সংগ্রহ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের সদিচ্ছার অভাবেই। ভবিষ্যতে কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে যাতে বড় ধরনের বিশৃঙ্খলা ও সংকট সৃষ্টি না হয়, সেজন্য নতুন উপায় বের করা হবে।’

আজ বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর কোরবানির পশুর চামড়া সংগ্রহে সরকার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণ করে দিলেও তা কার্যকর করা যায়নি। এবার চামড়া সংগ্রহে আগ্রহ ছিল না ব্যবসায়ীদের। বার বার বলা সত্ত্বেও ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা মানেননি। তাই এবারের মতো বিশৃঙ্খলা যাতে আগামী বছর না হয় এবং সাধারণ মানুষকে চামড়া নষ্ট করতে না হয় সেজন্য সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোতে হবে।

ভারতে পেঁয়াজের দাম বাড়ার কারণে বাংলাদেশেও আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য সচিব মফিজুল হক বলেন, ‘যে পরিমাণে দাম বাড়ানো হয়েছে তাতে বড় ধরনের প্রভাব পড়বে না।


সর্বশেষ খবর