সব

মরে গেল বিশাল অজগর সাপ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 12th April 2016at 4:39 pm
42 Views

7আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় ধরা পড়া বিশ্বের `সবচেয়ে লম্বা` বলে কথিত অজগর সাপটি মারা গেছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, পেনাঙ দ্বীপে একটি নির্মাণাধীন ভবনের কাছে অজগরটিকে ধরা হয়েছিল। প্রায় ২৫-ফুট (আট মিটার) লম্বা সাপটিকে প্রথম দেখা যায় ভেঙে পড়া এক গাছের নীচে।
পেনাং-এর সিভিল ডিফেন্স বিভাগের কর্মকর্তা হার্মে হেরিসিয়ান জানান, মৃত্যুর আগে সাপটি ডিম ছেড়েছিল বলে জানা যাচ্ছে।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, বিশ্বে সবচেয়ে লম্বা সাপের রেকর্ড হচ্ছে ২৫ ফুট। তবে মালয়েশিয়ার সাপটিকে এখনো আনুষ্ঠানিকভাবে মেপে দেখা হয়নি।
হেরিসিয়ান বলেন, এই সাপটির ওজন ২৫০ কেজি এবং এটিকে বাগে আনতে ৩০ মিনিট সময় লেগেছিল।সূত্র- বিবিসি।


সর্বশেষ খবর