AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 13th April 2016at 8:47 am
52 Views
আমার বাংলা ডেস্কঃ পৃথিবীর কোন কিছুই আল্লাহ তা’য়ালা অনর্থক সৃষ্ট করেননি। সকল কিছুই মানুষের উপকারের জন্য।মহান আল্লাহ তা’য়ালার ইবাদতেও রয়েছে মানুষের জন্য রয়েছে দৈহিক- শারীরিক উপকারিতা। অজু,নামাজ, রোজার তও্ব গবেষনা করতে যেয়ে বৈঙ্গানিকদের চোখে এসব আবিশ্বাস্য উপকারিতা বের হয়ে আসে।দৈহিক ইবাদত খুব সহজেই মানুষের রোগ প্রতিরোধ করে থাকে।সম্প্রতি নেদারল্যান্ডসের মনোবিঙ্গানী ভ্যান্ডর হ্যাভেন পবিএ কুরআন শরিফ অধ্যয়ন ও বারবার ‘আল্লাহ্’ শব্দটি উচ্চারনে রোগী ও স্বাভাবিক মানুষের ওপর তার প্রভাব সম্পরর্কিত একটি আবিস্কারের কথা ঘোষনা করেছেন।ওলন্দাজ এই অধ্যাপক বহু রোগী ওপর দীর্ঘ তিন বছর পরীক্ষা- নিরীক্ষা চালিয়ে; গবেষণার পর এই আবিস্কারের কথা ঘোষনা করেন।যেসব রোগীর ওপর তিনি সমীক্ষা চালান তাদের মধ্যে অনেক অমুসলিমও ছিলেন, যারা আরবি জানেন না।তাদের পরিস্কারভাবে ‘আল্লাহ’ শব্দটি উচ্চারন করার প্রশিক্ষন দেয়া হয়।এই প্রশিক্ষণের ফল ছিল বিস্ময়কর, বিশেষ করে যারা বিষন্নতা ও মানসিক উওেজনায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে। হ্যাভেন জানান, আরবি জানা মুসলমানরা যারা নিয়মিত কুরআন দেলাওয়াত করেন তারা মানসিক রোগ থেকে রক্ষা পেতে পারেন।’আল্লাহ ‘ কথাটি কিভাবে মানসিক রোগ নিরাময়ের সাহায্য করে তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন।তিনি তার গবেষনা কর্মে উল্লেখ করেন, ‘আল্লাহ্’ শব্দটির প্রথম বর্ন আলিফ আমাদের শ্বাসযন্ত্র থেকে আসে বিধায় তা শ্বাস- প্রশ্বাস নিয়ন্ত্রণ করে।তিনি আরও বলেন,লাম বর্নটি উচ্চারন করতে গেলে জিহ্ববা উপরের মাড়ি সামান্য স্পর্শ করে একটি ছোট বিরতি সৃষ্টি করে এবং তারপর একই বিরতি দিয়ে এটাকে বারবার উচ্চারন করতে থাকলে আমাদের শ্বাস যন্ত্রে একটা স্বস্তিবোধ হতে থাকে।শেষ বর্ন ‘হা’ এর উচ্চারন আমাদের ফুঁস ফুঁস ও হৃদযন্ত্রের মধ্যে একটা যোগসূএ সৃষ্টি করে তা আমাদের হৃদযন্ত্রের স্পন্দনকে নিয়ন্ত্রণ করে।সূএঃ সৌদি আরব থেকে প্রকাশিত দৈনিক আল- ওয়াতান পএিকার আবলম্বনে।