সরকারি চাকুরেদের বেতন বনাম চুরি-ডাকাতি/ঘুষ-দুর্নীতি…
”সাড়ে ৫ হাজার টাকা দামের একটি বই স্বাস্থ্য অধিদফতর কিনেছে ৮৫,৫০০ টাকায়! বাজারে যে বই যে কেউ কিনতে পারে, সে বইয়ের দাম দেখানোতেও কোনো আকার বিকার নেই।
এটিকে ঠিক চুরি বলব না ডাকাতি বলব না কী বলব আমার ভাষাজ্ঞানে কুলাচ্ছে না। সাড়ে ৫ হাজার টাকার বই সাড়ে ৭ হাজার টাকায় কিনলে চুরি বলতাম, সাড়ে ৯ হাজারে কিনলে হয়তো ডাকাতি বলতাম, ৮৫ হাজারে কেনার পরে কী বলব সেই শব্দ বাংলা অভিধানে এখনও যুক্ত হয়নি।
অথচ এই চোর শুওরের বাচ্চাদের বেতন-ভাতা সবই গত কয়েকবছরে কয়েকবার বাড়ানো হয়েছে। এদের বেতন ভাতা যোগাতে গিয়ে সাধারন জনগনের মুখে রক্ত উঠে যাচ্ছে। সামান্য পাড়ার মুদির দোকানের ট্রেড লাইসেন্স কি সাইনবোর্ড ট্যাক্স বেড়ে হয়েছে কয়েকগুন, ভ্যাটের বোঝায় প্রতিটি পন্যের দাম বেড়েছে রকেট গতিতে।
এই জোঁকের দল আমাদের রক্ত-ঘামে মেশানো ট্যাক্সের টাকা দেশের কাজে না লাগিয়ে বালিশ কিনছে ৬ হাজার টাকায়, পুকুর খনন শিখতে ৪ হালি লোক বিদেশ যাচ্ছে, ১৫ গুন বেশি দামে সরকারের বই কিনছে!
আমরা চোরের খনি পাইনি, একদম ডাকাতের খনির মাঝে ঢুকে পড়েছি।
এই ডাকাতের খনি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়া দরকার।”
Arif Jebtik ভাইয়ের ওয়াল থেকে নেয়া, ঈষৎ সংক্ষেপিত।
গত দশ বছরে সরকারি চাকুরেদের বেতন বাড়ানোর কারণ হিসেবে দেখানো হয়েছিল, স্বল্প বেতনে চাকুরি করে পোষায় না, তাই দুর্নীতি-চুরিচামারি করেন। সূতরাং বেতন একলাফে দ্বিগুণ করে দিলে তারা ফেরেশতা হয়ে যাবেন।
কয়েক দফায় বেতন বাড়িয়ে বাসা-ভাড়া থেকে শুরু করে সামগ্রিকভাবে ‘বাজারে’ যে ভয়াবহ আগুন ধরিয়ে দেয়া হয়েছে তার উত্তাপ আর ধোঁয়ায় আমরা সাধারণ মানুষ কোনরকমে হাঁসফাঁস করে শ্বাস নিচ্ছি। আর সরকারি চাকুরেরা (যাদের মধ্যে কারা চোর-ডাকাত না, তা বের করতে গেলে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও সম্ভব হবে না) আগের চেয়ে আরো কয়েকগুণ হারে তাদের ‘কারবার’ চালিয়ে যাচ্ছেন। একেকটি প্রকল্পে কয়েকগুণ বাজেট দেখিয়ে, সেই প্রকল্পের মেয়াদ আরো কয়েকগুণ বাড়িয়ে গুণিতক হারে রাষ্ট্র তথা পাবলিকের পকেট না মেরে প্যান্ট খুলে নিচ্ছেন।
সরকার কি করছে..!
টিকে থাকতে হলে সব চুরিচামারি, লুটপাট জায়েজ করার কোন বিকল্প নাই, এটি তারা বুঝে গেছে। আর এই ডাকাতিতে তাদের ভাগ নেই, তা জোর দিয়ে বলার মত কাউকেও তো দেখি না। বরং খোলা মাইকে প্রকাশ্যে সব দুর্নীতির সাফাই গাইতে গাইতে মুখের ফেনা তুলছেন তারা।
হরিলুটের কারবারে সবাই বলুন, হরিবোল হরিবোল…!!
….গুটিকতক যেসব ভাই-ব্রাদার সরকারি চাকুরিতে সততার মধ্য দিয়ে জীবনটা পার করছেন, স্বপ্ন দেখেন সিস্টেমটাকে লাইনে আনার, তাদের প্রতি শ্রদ্ধাটুকু আলাদাভাবে থাকল…
সুত্রঃ মাজহার মিলন ফ্রেজবুক থেকে নেয়া