সব

রাবির ১১তম সমাবর্তনে উপকমিটি গঠন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 3rd September 2019at 7:35 am
44 Views

রাবি প্রতিনিধি: আর তিন মাস পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন। সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন উপকমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সাংগঠনিক কমিটি। শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে সোমবার অনুষ্ঠিত এক সভায় এসব উপকমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় সমাবর্তন অভ্যর্থনা কমিটি ও স্টিয়ারিং কমিটিসহ ১৩টি উপ-কমিটি গঠন করা হয়।

৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি ধরা হয়েছে তিন হাজার ৫৭০ টাকা। ২০১৫ ও ২০১৬ সালের পিএইচডি, এমফিল, ¯œাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। গতবছর ২৯শে সেপ্টেম্বর রাবির ১০ম সমাবর্তন অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর