সব

সৌদি নৌপ্রধান তিন দিনের সফরে ঢাকায়

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 3rd September 2019at 12:41 pm
54 Views

আমারবাংলা ডেস্কঃ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন রাজকীয় সৌদি নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল ফাহাদ বিন আব্দুল্লাহ আল-গোফায়েলি। সফরের অংশ হিসেবে তিনি গতকাল সোমবার সকালে ঢাকার বনানীর নৌ সদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আইএসপিআর জানায়, সৌদি নৌপ্রধান নৌ সদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন তাঁকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার দেন।

সাক্ষাৎকালে সৌদি নৌপ্রধান বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী পারস্পরিক কুশলবিনিময় করেন। এ সময় বাংলাদেশ নৌবাহিনী প্রধান বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করেন। পরে তাঁরা দুই দেশের নৌ সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণসংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং সৌদি আরবের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের প্রশিক্ষিত জনবল নিয়োগের বিষয়ে আলোচনা করেন। সেই সঙ্গে নৌবাহিনী প্রধান জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণে বাংলাদেশের সক্ষমতার বিষয়ে সৌদি নৌপ্রধানের কাছে তুলে ধরেন। পাশাপাশি দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করতে জাহাজগুলোর শুভেচ্ছা সফর আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

সফর শেষে সৌদি নৌপ্রধান আজ মঙ্গলবার ঢাকা ছাড়বেন।


সর্বশেষ খবর