বিজিবিতে যুক্ত হচ্ছে চারটি হেলিকপ্টার
স্টাফ রিপোর্টারঃ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সক্ষমতা বাড়ানো জন্য এই বাহিনীতে যোগ হচ্ছে হেলি উইং শাখা এবং চারটি হেলিকপ্টার।
বুধবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর পিলখানায় বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম খাঁন কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিজিবি দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বিজিবির চোখ এড়িয়ে সীমান্তে কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না।
অন্যান্যের মধ্যে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।