সব

টঈী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা ১৪২৩,মঙ্গল শোভাযাএা,মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 14th April 2016at 11:09 pm
85 Views

26মোঃসাখাওয়াত হোসেন: টঈী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে গাজীপুর মহানগর ছাএলীগ সহসভাপতি মোঃ রাজিব হায়দার সাদিম উদ্যেগে বাংলা ১৪২৩,মঙ্গল  শোভাযাএা,মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয় ।

বৃহস্প্রতিবার সকাল ৯ঘটিকায় টঈী সরকারি কলেজ প্রাঙ্গন থেকে মোঃ রাজিব হায়দার সাদিম এর উদ্যেগে মঙ্গল শোভাযাএা সরকারি টঈী কলেজ গেট এরিয়া প্রদক্ষিন করে টঈী কলেজে শহীদমিনার গিয়ে শেষ হয়।

মঙ্গল শোভাযাএার পরই মোঃ রাজিব হায়দার সাদিম উপস্থিতিতে টঈী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম ২দিন ব্যাপি মেলার উদ্বোধন করেন।

মেলা উদ্বোধনের পরই মোঃ রাজিব হায়দার সাদিম  উদ্যেগে কলেজ প্রাঙ্গনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজর শিক্ষাথী বিন্দু নাচ,গান,নৃত্যঅনুষ্ঠান পরিবেশন করে।

অনুষ্ঠান আয়োজনে কলেজর শিক্ষাথী ও ছাএলীগের নেতা-নেতৃবৃন্দ শিক্ষক-শিক্ষিকাগণকে সার্বিক ভাবে সহযোগীতা করায় গাজীপুর মহানগর ছাএলীগের সহসভাপতি মোঃ রাজিব হায়দার সাদিম সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানায়।


সর্বশেষ খবর