সব

উৎসব আনন্দে বর্ষবরণ করেন নরসিংদী পলাশ উপজেলা আওয়ামী লীগ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 14th April 2016at 11:49 pm
38 Views

27নরসিংদী প্রতিনিধিঃ বাংলার ১৪২৩ বৈশাখ বর্ষরনে মোমবাতি প্রজ্বলন  করছেন নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য পলাশ উপজেলা আওয়ামীলীগ  এর সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দীলিপ ।

বৃহস্প্রতিবার সকাল ৭ থেকে সারা দিন বেপি উৎসব উযাপন করে নরসিংদী পলাশ উপজেলা আওয়ামী লীগ ।

মাসের প্রথম দিন  বাংঙালি দের চিরা চরিত  ঐতিয্য এই  দিনটিকে বরন করে নিতে নরসিংদী জেলার  না না কর্ম সূচি মধ্য  বর্ষরনে করে ।

অন্যনানদের মধ্যে উপস্থিত ছিলেন,  ঘোরাশাল পৌড়সভার মেয়র মোঃ শরীফুল হক শরীফ,  পলাশ উপজেলার পরিষদের চেয়্যারমেন মোঃ জাবেদ হোসেন, বিশিষ্ট ব্যবশায়ী ও রাজনীতি বীত জুলহাস, ৩ নং  ওয়াড কমিশনার আমজাত হোসেন খান, ৪ নং ওয়াডের কমিশনার মোঃ মাসুম প্রমুখ ।


সর্বশেষ খবর