সব

যুদ্ধে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না পাকিস্তান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 3rd September 2019at 12:50 pm
50 Views
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এই টানাপোড়েনের মধ্যে দু’দেশের পক্ষ থেকেই উত্তেজনাকর বক্তব্য দেওয়া হচ্ছে। এদিকে, ভারতের সঙ্গে যুদ্ধে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না পাকিস্তান। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান এ মন্তব্য করেছেন।
ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে গত কয়েকদিন ধরে পরমাণু অস্ত্র নিয়ে মন্তব্য করেছে দু’দেশই। ভারতের প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতিতে বদলের ইঙ্গিত দিয়ে শোরগোল ফেলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
এদিকে, শনিবার পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ বলেন, পাকিস্তানের হাতে ১২৫-২৫০ গ্রাম ওজনের পরমাণু অস্ত্র আছে। তা দিয়ে একটি নির্দিষ্ট এলাকা ধ্বংস করা যায়।
আজ আবার ইসলামাবাদে পাকিস্তানি  বিমানসেনার সদর দফতরে গিয়ে ভারতের ‘বিনা প্ররোচনায় হামলার জবাব দেওয়ার জন্য তাদের প্রশংসা করেন ইমরান।
কিন্তু এরপরে লাহোরে গভর্নরের বাসভবনে শিখদের এক জমায়েতে ইমরান বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করবে না। সংঘাতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না।
তিনি বলেন, আমি ভারতকে বলতে চাই যুদ্ধ কোনও সমাধান নয়। যুদ্ধে বিজয়ীও শেষ পর্যন্ত হেরে যায়। যুদ্ধ থেকে অনেক সমস্যা জন্ম নেয়।
এদিকে, পাকিস্তান প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি গ্রহণ করেনি বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তাই ইমরানের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকেরা।
সূত্র : নিউজ এইটিন, আনন্দবাজার

সর্বশেষ খবর