কোটালীপাড়ায় মাদক ব্যবসায়ী সমীরন গ্রেফতার
কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি- রনী আহম্মেদ গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমিরন হালদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ০৪/০৯/২০১৯ রোজ বুধবার উপজেলার কদমবাড়ী গ্রামের দিলিপ বাইনের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে, সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় তাকে গ্রেফতার
করে।
এব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছে। কোটালীপাড়া থানার এলাকায় নিয়মিত মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছালে, পুলিশের উপস্থিতি টের
পাইয়া উল্লেখিত আসামী সমিরন হালদার পালানোর চেষ্টা করলে এসআই ফারুক হোসেন সঙ্গীয় এসআই রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম এর সহযোগিতায় তাকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে প্রায় ৩০গ্রাম গাজা উদ্ধার করা হয়, যার আনুমানিক ৬শত টাকা। জানা যায় সমিরন হালদার উপজেলার মধ্যকান্দি গ্রামের সুরঞ্জন হালদারের ছেলে। এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনাচর্জ শেখ লুৎফর রহমান বলেন- জননেত্রী শেখ হাসিনা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, তাই মাদকের ব্যাপারে ছাড় দেয়া হবে না। আমি এ থানায় যোগদান করার পরে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও আমাদের এ অভিযান অব্যহত থাকবে।