সব

দুই দিনে তিন প্রাণ কেরে নিলো ভিক্টর ক্লাসিক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 8th September 2019at 7:18 pm
599 Views

 

স্টাফ রিপোর্টারঃ গত বৃহস্পতিবার সকালে তুরাগ থানা এলাকায় ইস্ট-ওয়েস্ট মেডিকেলের সামনে ভিক্টর ক্লাসিক পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহত হন এ দেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী মোঃ পারভেজ রব। শুক্রবার রাতে একই পরিবহনে নিহত হয় উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় বর্ষ অনার্সের ছাত্র মেহেদী হাসান ছোটন, গুরুতর আহত হয়ে আইসিউতে ভর্তি নিহত সংগীত শিল্পী পারভেজ এর ছোট ছেলে আলভী।

আলভীর পরিবার ও বন্ধুরা জানান, গতকাল রাতে তার স্ত্রী রুমা বাদী হয়ে ঘাতক বাসের ড্রাইভার ও ঘাতক বাসের বিরুদ্ধে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পরই ভিক্টর কর্তৃপক্ষের টনক নড়ে, তারা পারভেজের পরিবারকে একটি সমঝোতা চুক্তিতে আসার জন্য আমন্ত্রণ জানায়। গতকাল রাত দশটার দিকে তারা উত্তরা পশ্চিম থানা এলাকায় স্লুইস গেট নামকস্থানে আসতে বলেন। নিহত পারভেজের দুই ছেলে তার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে এ বিষয়ে সমঝোতা করার জন্য স্লুইস গেট এলাকায় আসেন এবং তারা দুই পক্ষই এ বিষয়ে আলাপ-আলোচনা করেন। এক পর্যায়ে পরিবহন মালিক ও শ্রমিকরা উত্তেজিত হয়ে গিয়ে নিহত পারভেজের সন্তানদের এবং তার বন্ধু-বান্ধবদের হামলা করেন। এক সময় মারাত্মক হট্টগোলের সৃষ্টি করে শ্রমিক ও মালিক কর্তৃপক্ষ। এ সময় পারভেজ এর সন্তান ও তার বন্ধু-বান্ধবরা এলাকা ত্যাগ করতে গেলে ভিক্টর ক্লাসিকের একটি গাড়ি তাদের উপর উঠিয়ে দেওয়া হয়। সেখানে ঘটনাস্থলে মারা যায় পারভেজ এর ছোট ছেলে আলভীর বন্ধু ও উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় বর্ষ অনার্সের ছাত্র মেহেদী হাসান ছোটন। তার উপর দিয়ে ভিক্টোরিয়া ক্লাসিকের গাড়ি উঠিয়ে দেওয়া হয় এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। গুরুতর আহত হন নিহত সংগীত শিল্পী পারভেজ এর ছোট ছেলে আলভী। তার বুকে এবং মেরুদন্ডে চারটি হাড়ে ফাটল দেখা দেয়।

স্থানীয় লোকজন গাড়ির নিচ থেকে তাদের উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ছোটনকে মৃত ঘোষণা করেন এবং আলভীকে দ্রুত উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন। তার অবস্থার অবনতি হলে রাত দুটোর দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ভিক্টর ক্লাসিক চাপায় নিহত উত্তরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র মেহেদি হাসান ছোটনের লাশ গতকাল রাত একটার দিকে এলাকার শত শত যুবক এসে ওই ক্লিনিক থেকে তাদের বাসা তুরাগ থানাধীন ধউর এলাকার কামারপাড়া নিয়ে যায়। তার বাবা ইউসুফ আহমেদ একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং মা পারভীন আক্তার একজন গৃহিণী।

রাতে উত্তরা পশ্চিম থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এ ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন বলে জানান। ঘাতক বাস ও ঘাতক বাসের চালককে উত্তরা পশ্চিম থানায় আটক করা হয়েছে, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

ভিক্টর ক্লাসিকপরিবহন এর সাথে যোগাযোগ করা হলে তাদের নাম্বার বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, বেশ কয়েক মাস আগে সুপ্রভাত পরিবহনের একটি বাস বাড্ডায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র কে চাপা দিলে সে মারা যায়। তারপর ছাত্র আন্দলনের মুখে সেই পরিবহনের রোড পারমিট বাতিল করা হলে সেই সুপ্রভাত পরিবহনই ভিক্টর ক্লাসিক নামে আত্ম প্রকাশ করে। কিন্ত স্বভাব পাল্টায়নি, একের পর এক মানুষ হত্যা করছে বেপরোয়া চালকরা।


সর্বশেষ খবর