সব

বিরল রগে আক্রান্ত শিশু জীবন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 8th September 2019at 7:41 pm
102 Views

 

এম এসটি মহিমা রহমানঃ আসসালামু আলাইকুম-শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, প্লিজ এই পোস্ট টি শেয়ার করুন এবং ছড়িয়ে দিন সবার মাঝে, যেন আমাদের সহৃদয় বান ভাই ও বোনেরা একটু সাহায্য করতে এগিয়ে আসেন, এই শিশুটি গত ৩ মাস ধরে মর্মান্তিকভাবে অসুস্থ, নাম না জানা এই রোগ তাকে ধুঁকে ধুঁকে কাঁদাচ্ছে, কতোটুকু তার সহ্য ক্ষমতা তা আমার বোধগম্য নয়, আমি আপনি এবং আমরা যে চোখের মাধ্যমে সুন্দর ভাবে রঙিন দুনিয়া টাকে দেখতে পাই, আর সেই চোখ টাই যদি ভালো না থাকে তাহলে কী ভাবে দেখব রঙিন স্বপ্ন ??

কীভাবে দেখব সুজলা সুফলা সবুজেঘেরা এই অপরুপ দুনিয়া ??
আসুন আমরা এই ছোট ভাইটির দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

নাম: জীবন ,,,
পিতা: মোঃ: সোহেল।
মাতা:আজমিরা বেগম।
জেলা: মেহেরপুর।
থানা: গাংনী।
গ্ৰাম: রামনগর।}

জীবনের বয়স মাত্র ৫ বছর ,,তার বাবা ইট ভাটায় কর্মরত আছেন ,,মা,, গৃহিণী মাঝে মাঝে এলাকার এ বাড়িতে ও বাড়িতে কাজ করেন ,,, এভাবেই চলতে থাকে তাদের সংসার জীবন এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ।

আসুন সাহায্যের হাত বাড়িয়ে দেয় দূর – দূরান্ত থেকে ,,,
মোবাইল নাম্বার : 01744-255943 (জীবনের বাবা)


সর্বশেষ খবর