সব

ঝিনাইদহে জুতার ভিতর লুকানো ১২ পিচ স্বর্ণের বার উদ্ধার: গ্রেফতার ১

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 8th September 2019at 10:37 pm
59 Views

https://www.youtube.com/watch?v=j2XjeJYaH7o&feature=youtu.be

জাহিদুর রহমান তারিকঃ ঝিনাইদহে পূর্বাশা পরিবহনে র‌্যাব-৬’র তল্লাসি শেষে জুতার ভিতর ১২ পিচ স্বর্ণের বার সহ শরিফ উদ্দিন নামের একজনকে আটক করেছে সিপিসি-২ ও র‌্যাব-৬।

রোববার ভোররাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পৌর এলাকার বিসিক শিল্প নগরীর সামনে থেকে তাকে আটক করা হয়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিসিক শিল্প নগরীর সামনে চেকপোস্ট বসায় তারা। সে সময় ঢাকা থেকে দর্শনাগামী পুর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাসী করে শরিফ উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে অভিনব কায়দায় জুতার নিচে লুকানো অবস্থায় ১২ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১ কেজি ৪’শ গ্রাম।

আটককৃত শরিফ উদ্দিনের বাড়ী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পাড়ায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর