নড়াইল সদর হাসপাতালে গোয়েন্দা পুলিশের অভিযানে নারী দালাল আটক
উজ্জ্বল রায় নড়াইল ঃ নড়াইল সদর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়ার অভিযোগে আফরোজা নামে এক নারী মহিলা দালালকে এক সপ্তাহের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ দন্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, আফরোজা নামের ওই মহিলা দালাল এক গরীব রোগীকে প্রতারণা করে হাসপাতাল হতে হাসপাতালের পাশে ফ্যামেলি কেয়ার প্যাথলজিতে নিয়ে যায়।
এসময় গোয়েন্দা পুলিশ ওই দালালকে আটক করে ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করে। ভ্রাম্যমান আদালত তাকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। আফরোজা এর আগেও বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয় এবং জেল-জরিমানা ভোগ করে। আফরোজ নড়াইল শহরের ভওয়াখালী এলাকায় ভাড়া থাকে। তার গ্রামের বাড়ি নড়াইলের দেবী গ্রামে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জানান গোয়েন্দা পুলিশ ওই দালালকে আটক করে ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করে। ভ্রাম্যমান আদালত তাকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। পুলিশের এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান। ছবি সংযুক্ত