আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস
নিজস্ব প্রতিবেদকঃ আজ ৮ সেপ্তেম্বর (রবিবার) বিশ্ব ফিজিওথেরাপি দিবস। বাংলাদেশসহ বিশ্বের ১২৮ টি দেশে পালিত হচ্ছে এবারের ২৪ তম বিশ্ব ফিজিওথেরাপি দিবস । এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- “দীর্ঘদিনের ব্যথা নিরসনে ফিজিওথেরাপি কার্যকরী চিকিৎসা।“ দিবসটি উপলক্ষে রাজধানীর উত্তরার স্বনামধন্য প্রতিষ্ঠান অলিভ’স ফিজিওথেরাপি এর উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। এর মধ্যে ছিলো ফ্রি ফিজিওথেরাপি চিকিৎসা ক্যাম্প, আনন্দ-র্যালি ও আলোচনা সভা।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. মনিরুজ্জামান অলিভ (পিটি) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন এ্যাপোলো হসপিটালস ঢাকায় কর্মরত ফিজিওথেরাপিস্ট জনাব ডা. ডি এম নুরুল আমিন উৎপল, সানবিম স্কুলের শিক্ষিকা মিসেস মনিষা সরকার ও এশিয়ান ইউনিভার্সিটির সম্মানিত ফ্যাকাল্টি জনাব আবদুল কাদির প্রমুখ।
সভায় আলোচকগণ দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবনের নেতিবাচক প্রতিক্রিয়ার তথ্য তুলে ধরে ফিজিওথেরাপি চিকিৎসাকে একটি গ্রহণযোগ্য বিকল্প সমাধান ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা পদ্ধতি হিসেবে অভিহিত করেন।