জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারল সাব্বির-মুশফিকরা
খেলাধুলা ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরেছে বিসিবি একাদশ। আজ বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করা সাইফ হাসানের নেতৃত্বে বিসিবি নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে। জবাবে ১৭ দশমিক ২ ওভারে তিন উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে।
খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় জিম্বাবুয়ে। টেইলর-মাসাকাদজা ৪ দশমিক ৫ ওভারে যোগ করেন ৪২ রান। ২৩ বলে ৬ চারে ৩১ রান করা অধিনায়ক মাসাকাদজার বিদায়ে ভাঙে জুটি। অফ স্পিনে তাকে ঘায়েল করেন আফিফ হোসেন। ক্রেইগ আরভিন (৬ বলে ৪) ও শন উইলিয়ামসকে (৬ বলে ২) সাজঘরে পাঠান আফিফ। কিন্তু জিম্বাবুয়েকে চেপে ধরতে পারেনি বিসিবি একাদশ। একপ্রান্তে টেইলর ছিলেন দেয়ালের মতো। পাঁচে নেমে তাকে দারুণভাবে সঙ্গ দিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়েন টিমিসেন মারুমা। টেইলর ৪৪ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে মারুমা ২৮ বলে ৪৬ রান করেন। বাংলাদেশের হয়ে আফিফই নেন ৩ উইকেট।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান তোলে বিসিবি একাদশ। বিসিবির হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন সাব্বির।