সব

মমতার কলকাতায় আক্রান্ত বিজেপি, চটেছেন মোদির স্বরাষ্ট্রমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 11th September 2019at 6:37 pm
49 Views

আন্তর্জাতিক ডেস্কঃ কলকাতায় বিজেপি কর্মীদের ওপর হামলায় চটেছেন অমিত শাহ আজ বুধবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিক্ষোভ করেছে বিজেপির যুব মোর্চা। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার সিইএসসি-র সদর দপ্তর ভিক্টোরিয়া হাউস অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র যুব মোর্চা। আর তা ঘিরেই রণক্ষেত্রের চেহারা নেয় সেন্ট্রাল অ্যাভিনিউ। বিজেপি-পুলিশ সংঘর্ষে আহত হয়েছে বহু বিজেপি কর্মী। আহত হয়েছে পুলিশও। জল কামান, কাঁদানে গ্যাসের পাশপাশি লাঠিচার্জ করে পুলিশ । টিভিতে এই ছবি দেখে রীতিমতো রেগে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ নিয়ে মন্ত্রনালয়কে রিপোর্ট বানাতে নির্দেশ দেন তিনি।

আজ বুধবার দিল্লিতে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ। বিজেপি সভাপতির ওই বৈঠকেই রাজ্যে প্রশাসনিক অত্যাচারের অভিযোগ তোলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আন্দোলন প্রতিহত করতে পুলিশের ভূমিকার কথাও বলেন দিলীপ। বিজেপি সূত্রে খবর, একথা শোনার সঙ্গে সঙ্গেই বৈঠকের মধ্যে টিভি চালাতে বলেন অমিত শাহ। তিনি টিভিতে জলকামান, পুলিশের লাঠি, বিজেপি কর্মীদের আহত হওয়ার ঘটনা দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। সঙ্গে সঙ্গেই নিজের মন্ত্রনালয়ের কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এনিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট চান তিনি।

বিজেপি-র অভিযোগ, আজ তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালিয়েছে পুলিশ। বুধবার বিজেপি রাজ্য দপ্তরে জমায়েত ডেকেছিল যুব মোর্চা। পরিকল্পনা ছিল সেখান থেকে মিছিল করে ভিক্টোরিয়া হাউসের দিকে যাবে। প্রস্তুত ছিল পুলিশও। তিনটি ব্যারিকেড করে আটকানোর চেষ্টা হয় মিছিল। দুটি ব্যারিকেড ভেঙেও দেন বিজেপি কর্মীরা। কিন্তু ই-মলের সামনে তৃতীয় ব্যারিকেড ভাঙতেই শুরু হয় খণ্ডযুদ্ধ।

রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুর মতো রাজ্য বিজেপির সামনের সারির নেতাদের আটক করে পুলিশ।

রাজু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি চালাচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা। তাই তাকে বাঁচাতে দিদিমণি পুলিশ লেলিয়ে দিয়েছে। আমরাও শেষ দেখে ছাড়বো।

বিজেপির দাবি, ইতিমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় সরকার।

সূত্র : দ্য ওয়াল


সর্বশেষ খবর