সব

কোটালীপাড়ায় সন্ত্রাসীর হামলায় আহত-১

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 16th April 2016at 10:21 pm
29 Views

29গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:  গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধারাবাশাইল গ্রামে নিরাঞ্জন  মন্ডলের ছেলে ত্যানন্দ মন্ডলকে (৩০) পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

সূত্রে জানা গেছে গত ১৫ তারিখে শুক্রবার রাত ১১.৪৫ মিনিটে নিত্যনন্দ মন্ডল গজালিয়া গ্রামে বোনের বাড়ী থেকে ফেরার পথে অমল বৈরাগীর ঘের পাড়ে নিত্যানন্দ মন্ডলকে অতিরিক্ত মারপিট করেন।

তার দুটো চক্ষু নষ্ট হয়ে যাওয়ার পথে স্থানীয়রা উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।  তারপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকাল ৯ টার দিকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল হাসপাতালে রিপাড করা হয়।

এ ব্যাপারে আহতর কাকা যতীন মন্ডল বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

আসামী হলো গৌরাঙ্গ হালদারের ছেলে বিপুল হালদার (৪০), পন্ডিত ঘরামীর ছেলে সদানন্দ ঘরামী (৬০), জাগেন্দ্রনাথ রতনের ছেলে অমৃত রতœ (৪০), অমূল্য এর ছেলে ননী (৩৫) এদের উভয়েরই বাড়ী গজালিয়া।


সর্বশেষ খবর