সব

মুস্তাফিজদের দল পরাজয় মেনে নিয়ে ম্যাচটিতে সাকিবদের জয়

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 16th April 2016at 10:31 pm
FILED AS: খেলা
28 Views

12আমার বাংলা ডেস্কঃ সানরাইজার্স হায়দরাবাদ-কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজদের দল পরাজয় মেনে নিয়ে ম্যাচটিতে সাকিবদের জয় হয়েছে।

সানরাইজার্স হায়দরাবাদ-কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি তো রূপ নিয়েছিল ‘মুস্তাফিজ-সাকিব’ ম্যাচেই! তবে ম্যাচের আগেও অনিশ্চয়তা ছিল, শেষ পর্যন্ত সাকিব আল হাসানের জায়গা হবে তো কলকাতা দলে? আগের দুই ম্যাচে তাঁর না খেলাই এই দুশ্চিন্তার কারণ।

সব দুশ্চিন্তা দুরে সরিয়ে মাঠে নামলেন সাকিব। বলও করলেন ৩ ওভার, ১৮ রান দিয়ে থাকলেন উইকেট শূন্য। অন্য বোলাররাও সাকিবের মতো কৃপণ থাকায় মুস্তাফিজের দল করতে পারল মাত্র ১৪২ রান।

তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে আসা ৯২ রানেই ম্যাচের ফল প্রায় নির্ধারণ করে ফলে কলকাতা। মুস্তাফিজের দুর্দান্ত সেই ইয়র্কার কিংবা অননুমেয় কাটারেও কোনো লাভ হয়নি। কলকাতা ম্যাচ জিতে যায় ৮ উইকেটে, ১০ বল হাতে রেখেই। সাকিবকেও নামতে হয়নি ব্যাটিংয়ে। ৪ ওভারে ২৯ রান দিয়ে মুস্তাফিজ পেয়েছেন শুধু রাসেলের উইকেটটিই।


সর্বশেষ খবর