এশিয়ান কাপ র্যাঙ্কিং টুর্নামেন্টের ফাইনালে সোনা জিতেছেন রোমান
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 13th September 2019at 6:38 pm
30 Views
অনলাইন ডেস্কঃ এশিয়ান কাপ র্যাঙ্কিং টুর্নামেন্টের ফাইনালে সোনা জিতেছেন বাংলাদেশের রোমান সানা। ফিলিপিন্সের ক্লার্ক সিটিতে শুক্রবার চীনের ঝেনকি শাইকে ৭-৩ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন তিনি।
গত জুনে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন রোমান সানা। জায়গা করে নেন টোকিও অলিম্পিকেও। তিন মাস যেতে আরেকটি সাফল্য পেলেন এই তিরন্দাজ।
শুক্রবার ঝেনকি শাইয়ের কাছে প্রথম সেটে ২৮-২৮ ড্র করেন রোমান। পরের সেটে ২৯-২৬ ব্যবধানে হেরে যান তিনি। তৃতীয় সেটে ২৭-২৫ ব্যবধানে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান রোমান। চতুর্থ সেটে ২৮-২৫ ব্যবধানে জিতে এগিয়ে যান তিনি। শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৮-২৭ পয়েন্টে জিতে সেরা হন তিনি।