সব

নাগরিক বোধ সৃষ্টিতে চরমভাবে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 13th September 2019at 6:43 pm
39 Views

অনলাইন ডেস্কঃ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার পরও জনগণের মধ্যে নাগরিক বোধ সৃষ্টিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। জনগণকে ক্রমশ তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাই জনগণ তথা আমরা এখন প্রজায় পরিণত হয়েছি।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি উদ্যোগে ‘যাত্রী অধিকার দিবস’ ঘোষণা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রতি বছর ১৩ সেপ্টেম্বরকে ‘যাত্রী অধিকার দিবস’ পালনের ঘোষণা দেওয়া হয়।

সুলতানা কামাল বলেন, ‘বর্তমানে নারীরা প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে, তারা সম্মান নিয়ে একটি ভালো জায়গায় পৌঁছাতে পারবে কি-না তাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা নারীদের নিরাপত্তার দায়িত্ব একে অন্যের ওপর চাপিয়ে দিচ্ছি যেন নিজেদের কোনো দায়িত্ব নেই। রাস্তা খারাপ বলে এটা হচ্ছে, পুলিশ ওটা করছে বলে এটা হচ্ছে– এসব বলে আমরা দায়িত্ব এড়াচ্ছি। কিন্তু আমি যে অবস্থানে আছি, সেই জায়গা থেকে কী দায়িত্ব পালন করছি? দায়িত্ব এড়ানোর একটা ব্যাপার হলো সুশাসনের অভাব।’

বাস-ট্রাক মালিক সমিতিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা বারবার শুনেছি, বাস চালকরা ট্রিপে বাস চালায়। ট্রিপের ওপরে ড্রাইভারকে টাকা-পয়সা দেওয়া কোন মানসিকতা? আমরা বারবার বলেছি, আপনারা তাদের নিয়োগ দেন। একটা আন্তর্জাতিক নিয়ম আছে, বাংলাদেশ সেই সনদে স্বাক্ষরও করেছে। একজন শ্রমিক আট ঘণ্টার বেশি কাজ করার নিয়ম না থাকলেও বারবার আপনারা সেটি লঙ্ঘন করেন কেন? আপনাদের এই অপ্রশিক্ষিত চালক ও লক্কড়-ঝক্কড় গাড়ি আগে নিয়ন্ত্রণ করেন।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংসদ মইন উদ্দীন খান বাদল বলেন, ৭০ শতাংশ সাংসদই কোটিপতি। তারা তো গত ৩০ বছরেও বাসে চড়েননি। তাহলে সাধারণ মানুষের কষ্ট তারা কী করে সংসদে বলবেন? এসময় তিনি ‘ভিআইপি’রাই সবচেয়ে বেশি নিয়ম লঙ্ঘন করেন, ক্ষমতার দাপট দেখান বলে অভিযোগ করেন। যাদের ওপর আইন প্রয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে তারা আরও বেশি আইন লঙ্ঘন করেন বলেও মন্তব্য করেন তিনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘সড়কে প্রতিদিন মৃত্যুর মিছিল বাড়ছে। অথচ প্রভাবশালীর নিকটাত্মীয় কেউ মারা না গেলে এটা কোনো বিষয়ই না। আমরা প্রতিদিন মৃত্যুর সংখ্যা পড়ছি। এটা নিছক একটা সংখ্যা হয়ে দাঁড়িয়েছে। উন্নয়নের কথা বলা হচ্ছে। অথচ জনগণ কী সেবা পেল, তা কিন্তু বলা হচ্ছে না।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সমকালের উপ সম্পাদক আবু সাঈদ খান, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ মজুমদার প্রমুখ।


সর্বশেষ খবর