সব

দুর্নীতিমুক্ত জনপ্রশাসন গড়তে সরকার বদ্ধ পরিকর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 13th September 2019at 6:47 pm
40 Views

অনলাইন ডেস্কঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জনমুখি জনপ্রশাসন গড়ে তুলতে সরকারি কর্মচারিদের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার কিশোরগঞ্জে কালেক্টরেট ৩য় শ্রেণির কর্মচারি ক্লাব ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারে জনমুখি জনপ্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এ অঙ্গীকার বাস্তবায়নে সরকারি কর্মচারিদের দায়িত্ব অনেক। তাই সরকারের সকল স্তরের কর্মচারিকে এ লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতিমুক্ত জনপ্রশাসন গড়তে সরকার বদ্ধ পরিকর। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করে কাঙ্ক্ষিত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকার ইতিমধ্যে অনেকদূর অগ্রসর হয়েছে। সরকারের লক্ষ্য অর্জনে সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।’


সর্বশেষ খবর