কুকুর নিয়ে অভিযোগ করায় এয়ারগান হাতে ধাওয়া!
অনলাইন ডেস্কঃ পোষা কুকুরের ব্যাপারে অভিযোগ জানানোয় প্রতিবেশীদের এয়ারগান হাতে ধাওয়া করেছেন লিটন খান নামে এক ব্যক্তি। শুক্রবার রাজধানীর মাদারটেক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনি অভিযোগকারীদের মারধরও করেন। পুলিশ তাকে আটক করলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। তিনি মানসিকভাবে অসুস্থ বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মাদারটেকের সিঙ্গাপুর গলিতে লিটন খানের বাসায় চারটি বিদেশি কুকুর আছে। তার বাসার পাশেই মসজিদ। কুকুরগুলো মাঝেমধ্যেই মসজিদের ভেতরে ঢুকে যায়। নামাজ পড়তে যাওয়া ব্যক্তিদের বিরক্ত করে। শুক্রবার দুপুরে প্রতিবেশীরা এ নিয়ে অভিযোগ জানাতে গেলে তিনি অস্ত্র নিয়ে ধাওয়া করেন।
সবুজবাগ থানার ওসি মাহবুব আলম জানান, লিটন খানের প্রতিবেশী ও স্থানীয় মসজিদ কমিটির সদস্যরা শুক্রবার কুকুরগুলোকে সামলে রাখার ব্যাপারে অনুরোধ জানাতে গিয়েছিলেন। লিটন তখন বাড়ির নিচেই দাঁড়িয়েছিলেন। কথা বলার একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। হাতাহাতির ঘটনাও ঘটে। পরে তিনি বাসা থেকে পাখি মারার নষ্ট এয়ারগান বের করে সবাইকে ধাওয়া করেন। পুলিশ তার অস্ত্রটি জব্দ করেছে।
সূত্র সমকাল