সব

খাদের কিনার থেকে দলকে তোলেন আফিফ, প্রধানমন্ত্রী অভিনন্দন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 14th September 2019at 10:56 am
63 Views

অনলাইন ডেস্কঃ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। তবে সেই জয় সহজে আসেনি। মাত্র ৬০ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে যখন চরম বিপর্যয়ে বাংলাদেশ, তখন খাদের কিনার থেকে দলকে তোলেন আফিফ হোসেন। মূলত ১৯ বছর বয়সী এই তরুণের ব্যাটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষপর্যন্ত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে স্বস্তির জয় তুলে নেয় টাইগাররা।

আফিফ হোসেনের এমন পারফরম্যান্সের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রশংসা করেছেন আফিফের। ফোনে সাকিব-আফিফের সঙ্গে কথাও বলেছেন।

খেলা শেষে মাঠেই বিসিবি সভাপতি জানান, প্রধানমন্ত্রী খেলার মাঝেই বার বার তাকে ফোন করছিলেন। তিনি বেশ চিন্তিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলছিলেন, ‘পাপন এইটা কী হচ্ছে? এ রকম হচ্ছে কেন?’ এসময় তিনি বেশ চিন্তিত ছিলেন।

তারপর যখন আফিফ নামলো, তখন তার খেলা দেখে বললেন, ‘ও আগে নামেনি কেন? একে তো আগে দেখিনি।’

বিসিবি সভাপতি প্রধানমন্ত্রীকে বললেন, ‘আপা ও তুলনামূলকভাবে একদম নতুন এসেছে। মাত্র ১৯ বছর বয়স। ওর আসলে পাঁচে খেলার কথা ছিল।’

প্রধানমন্ত্রী বললেন, ‘যাই হোক যেখানে খেলেছে সেটা বড় কথা নয়। ও ভালো খেলেছে। ওর খেলা দেখেছি।’

খেলা শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রী বিসিবি সভাপতিকে ফোন দিয়ে বলেছিলেন, ‘দোয়া করতে করতে তো আমার গলা শুকিয়ে যাচ্ছে।’

পাপন বলেন, ‘খেলা শেষ হওয়া মাত্রই প্রধানমন্ত্রী ফোন করেন। পরে আফিফ হোসেন ও সাকিব আল হাসানের সঙ্গে কথা বলিয়ে দেই।’


সর্বশেষ খবর