সব

অবরোধ তুুলে নিলেন জবি শিক্ষার্থীরা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 15th September 2019at 1:12 pm
50 Views

জাবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মারধর করা র‌্যাব সদস্যদের বিচার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করা শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন।

র‌্যাব-১০ এর দোষী সদস্যরা শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইবে– বিশ্ব‌বিদ্যালয়ের প্রক্টর ড.‌ মোস্তফা কামাল এমন আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।

এর আগে দোষী র‌্যাব সদস্যদের বিচার দাবিতে র‌োববার সকালে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে অবস্থান নেয়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনের অবৈধ লেগুনা স্ট্যান্ড উচ্ছেদ করে।

শিক্ষার্থীরা জানান, র‌্যাবের হামলার বিচার অতিদ্রুত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। সুষ্ঠু বিচার না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি দেন তারা।

প্রক্টর মোস্তফা কামাল বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে র‍্যাব-১০ এর সংবাদ সম্মেলন হবে। সেখানে এ বিষয়ে কথা হবে।


সর্বশেষ খবর