সব

শফিক রেহমানের নিঃশর্ত মুক্তি দাবি খালেদার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 16th April 2016at 10:44 pm
31 Views

31আমার বাংলা ডেস্কঃ বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার এক বিবৃতিতে বলেন, ‘মামলা-হামলা, খুন-গুম-অপহরণসহ নানাবিধ বীভৎস অনাচার ঢাকতেই শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রধান লক্ষ্যই হচ্ছে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করা।’

সরকারের উদ্দেশে বিএনপি প্রধান বলেন, ‘বাক, ব্যক্তি, লেখনি, ভাষণ, মুদ্রণের স্বাধীনতাসহ জনগণের সকল গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করুন।

দেশে শান্তি ও স্থিতিশিলতা বিপন্ন করবেন না। শফিক রেহমানের মতো ঋজু ও আত্মশক্তিতে বলিয়ান কলমযোদ্ধাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে পর্যুদস্ত করতে পারবেন না।’

শফিক রেহমানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘তাকে গ্রেপ্তার করা হয়েছে এজন্য যে, তিনি বর্তমান শাসকগোষ্ঠীর অনাচার, ব্যর্থতার বিরুদ্ধে অবিচল নির্ভয়ে লিখে যান।

এই ঘৃণ্য অপকর্মটি করার আরেকটি কারণ হলো- বর্তমান সরকার প্রধানের গণবিরোধী, অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী নীতি শফিক রেহমান তার শাণিত লেখনির দ্বারা ফুটিয়ে তোলেন।’


সর্বশেষ খবর