সব

জনতার দরবারে অভিযোগ শুনলেন বিআরটিএ চেয়ারম্যান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 16th September 2019at 5:03 pm
53 Views

স্টাফ রিপোর্টারঃ জনতার দরবারে অভিযোগ শুনলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান। সোমবার সকালে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে বিআরটিএ আয়োজিত গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় গণশুনানী অনুষ্ঠানে বিআরটিএতে সেবা নিতে আসা ভুক্তভোগীরা নানা সমস্যার কথা তুলে ধরেন।ভুক্তভোগীরা বলেন, আমারা আদেও সমাধান পাব কি? শুধুমাত্র গণশুনানীতে একবার সমাধান নয় প্রতিদিন সমাধান চাই আমরা।বছরে মাত্র কম সময়ই বিআরটিএ এই গণশুনানী আয়োজন করে। যেখানে বিআরটিএ’তে সেবা নিতে আসা হয়রানির শিকার ব্যক্তিরা সরাসরি চেয়ারম্যানের কাছে সমস্যাগুলো তুলে ধরেন।

চেয়াম্যান বলেন, ‘আমরা কম সময়ে জনগণকে অধিক সেবা দিতে চাই। সেবা দেয়ার জন্য ঢাকা মেট্রো সার্কেল ৩, উত্তরা, দিয়াবাড়ি শাখা খোলা হয়েছে।’

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘প্রিন্টিং সমস্যার কারণে দীর্ঘ সময় যারা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড হাতে পাননি তারা মঙ্গলবার ও বুধবার সপ্তাহে দুই দিন এলেনবাড়ি বিআরটিএ অফিস থেকে স্মার্ট কার্ড নিতে পারবেন।’

তিনি বলেন, ‘যে সকল সমস্যাগুলো রয়েছে তাও অতিসত্বর সমাধানে উদ্দোগ নেয়া হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ ইউছুব আলী মোল্লা, পরিচালক (প্রশাসন) বিআরটিএ, শফিকুজ্জামান ভূঁইয়া, উপ-পরিচালক (ইঞ্জিঃ) বিআরটিএ, (ইঞ্জিঃ) মো শহীদুল আযম সহ-পরিচালক ঢাকা মেট্রো সার্কেল তিন বিআরটিএ।


সর্বশেষ খবর