সব

অপহরণের ৫ দিন পর তরুণী উদ্ধার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 16th September 2019at 8:59 pm
33 Views

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত পাঁচ দিন আগে অপহৃত এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মেয়েটির বাবা বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি অপহরণ মামলা করেন।

মামলায় বাংলাগড় ফরিদপাড়া এলাকার ললিত ওরফে কাহি চন্দ্র রায়ের ছেলে রিপন চন্দ্র রায়সহ (২০) ছয়জনের নাম উল্লেখ করা হয়।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আলম বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পৌরসভা এলাকার বাংলাগড় ফরিদপাড়া এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।

জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ওই  তরুণী উপজেলার লেহেম্বা ইউনিয়নের ছিট বক্ষ্মপুর গ্রামে তার নানির বাড়ি বেড়াতে যায়। এর পাঁচদিন পর সেখান থেকে নিজের বাড়িতে ফেরার পথে রিপন ও তার লোকজন মেয়েটিকে মোটর সাইকেলে তুলে তরুণীকে অপহরণ করে নিয়ে যায় তারা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তরুণীকে না পেয়ে তার বাবা শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার ৭ ঘণ্টা পর রিপন চন্দ্র রায়ের বাড়ি থেকে তরুণীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।


সর্বশেষ খবর