কোটালীপাড়ায় শৈলদহ নদীতে নৌকা বাইচ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:- রনী আহম্মেদ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় শৈলদহ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গত বুধবার দুপুর গড়াতেই শৈলদহ নদীর দুপারে সমবেত হতে থাকে লাখো জনতা। অল্প সময়ের মাঝেই তা রুপ নেয় জনসমুদ্রে। নদীর দুপারের রাস্তা সহ গাছের উচু ডালও ছিল দর্শকে পরিপূর্ন। হিন্দু ধর্মীয় শিল্পের দেবতা বির্শ্বকর্মা পূজা উপলক্ষে কোটালীপাড়ার শৈলদহ নদীতে লাখো নর-নারী সহ সব বয়সের মানুষ সমবেত হয়েছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ উপভোগ করতে। বিভিন্ন রংয়ের পোশাক পরে মাল্লারা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। মাল্লাদের বৈঠার ছলাত ছলাত শব্দে এবং কাশি ও ঢোলের বাদ্যে মুখোরিত হয়ে উঠে পুরো এলাকা। বাইচ দেখতে আসা যুবক যুবতিরা বাদ্যের তালে তালে নেচে গেয়ে দর্শকদের আনন্দ দেয়।
বাছারী, কোষা, জয়নগর, চিলকোটা সহ বিভিন্ন ধরনের শতাধিক নৌকা কালিগঞ্জ বাজার সেতু থেকে গাছবাড়ী নামক মোর পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এসময়ে নৌকা বাইচ প্রতিযোগিতায় কাহারো কোন উদ্দোগী হতে হয় না। শত শত বছর ধরে চিরায়িত নিয়মে এ নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। ভাদ্র মাসের সংক্রান্তিতে হিন্দু ধর্মাবলম্বীরা তাদরে শিল্পের দেবতা বির্শ্বকর্মা পূজা দিয়ে প্রতি বছর এই দিনে শৈলদহ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা করে থাকে।