রাজনৈতিক নেতা ও ভূত সাংবাদিক
পর্ব একঃ
বেশ কিছু দিন ধরে ঢাকা মহানগর উত্তরের এক অংশ রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সংবাদমাধ্যমগুলোতে সংবাদ সরগরম। একে পর এক নিউজ। এযেন রাজনৈতিক ব্যক্তিদের উপর সাংবাদিক ভূতের আছড়। কে সেই ভূত? এ-ই ভূতের বাড়ি কই? থাকে কই? কার সাথে তার সম্পর্ক? কেনো এ-ই ভূত, সবার উপর ভর করতে চায়।
ভূত বলতে কিছু নেই। ধর্মীয় দৃষ্টি কোন থেকে আমারা বলতে পারি জীন। অন্য ধর্মীয় যে শব্দ বলে তা হলো ভূত।
ভূত যা মানুষের উপর ভর করলে তার সার্বিক ক্ষমতা বৃদ্ধি করে কিন্তু তাকে নিজের বসে নিয়ে আসে। যে ব্যক্তি উপর ভর করে সে চাইলেও তার নিজের কিছু করার ক্ষমতা থাকেনা, সে ক্ষমতা হারিয়ে ফেলে। ভূত যা চায়, তাই তাকে দিয়ে করাতে পারে।
উত্তরের রাজনীতির মাঠে বিএনপি নেই বললেই চলে। বিএনপি না থাকার কারণে, ক্ষমতায় থাকা আওয়ামী ভেতরে-ভেতরে দুটি দল ভাগ হয়ে গেছে। যদিও তা বাস্তব চিত্রে দেখা যায় না। এখান কার রাজনৈতিক ব্যক্তি একের অপরকে ভালোবাসেন – সন্মান করেন। যা অন্য কোথায় দেখা দূলভ। তবুও কেনো একটু অসহযোগিতা? এটা কি এখানকার ব্যবসা- বাণিজ্য এবং নিজেরদের আধিপত্য বিস্তার ও সুবিধা নিতে। না কি সাংবাদিক ভূতের আছড়ে’র জন্য? এমন প্রশ্ন থেকেই যায়। তাহলে কিছু সংখ্যক রাজনৈতিক নেতার উপর সে ভূত আছড় করেছে। সে ভূত প্রতিবারই আছড় করে থেকে, তা আমরা ধরে নিতে পারি। কিছু রাজনৈতিক নেতা তাদের প্রচার-প্রচারণার জন্য সাংবাদিক ভূতের সাথে সম্পর্ক রাখে এবং সে সম্পর্ক ব্যবহার করে। কিন্তু সেই সম্পর্ক ভূত সাংবাদিক ব্যবহার করে, রাজনৈতিক কাঠামোকে ভেঙ্গে-চুরে তছনছ করে দিচ্ছে তা হয় তো তারা জানেন না। যদি যেনেও চুপ থাকে তাহলে কাহিনীটা এমন হয়ে দাড়ায়।
”মানের মান আল্লাহ রাখছে, বাবারে জুতা দিয়া বাইরাইতাছে আমি পলাইয়া আইছি”! তাই না?
যে ভূত সাংবাদিক নিয়ে কথা বলছিলাম সে সংগঠন করে তার স্বার্থের জন্য, সংগঠন বন্ধ করে তার স্বার্থের জন্য, আপনাকে অতিথি করে তার স্বার্থের জন্য, জাগায়-জাগায় আপনাকে বিক্রি করে তার স্বার্থের জন্য। আপনার সাথে সকালে দেখা করে তার স্বার্থের জন্য, অন্য কারো সাথে রাতে দেখা করে তার স্বার্থের জন্য।
আশ্চার্য হবার কিছু নেই। অতিত ইতিহাস থেকে শিক্ষা নিন। মীরজাফর সব সময় মীরজাফর থাকে। আপনি যে ভূত সাংবাদিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তার সম্পর্কে কত খানি জানেন? সে আপনার এখানে বারবার আসে, আপনাকে সে তোষামোদি করে এবং আপনাকে পরামর্শ দেয় তা কত খানি সঠিক। তাকি কখনো ভেবে দেখেছেন?
মোঃ আশরাফ হোসেন ঢালী
সম্পাদক
আমারবাংলা২৪.কম.বিডি