আমাদের হলদে পাখিরা
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 20th September 2019at 2:25 am
FILED AS: কবিতা ও সাহিত্য
86 Views
হলদে পাখির দল,আমাদের হলদে পাখির দল,
সারাদিন স্কুলেতে মুখরতা আর কোলাহল।
সানজিদা, মাহী আর সায়েরা,,,,
রাকিয়া,আইভী আর তারিন।
স্কুলের সকল কাজে তারা মশগুল,
ডানা ঝাপটে যেনো করে শোরগোল।
নাচ,গান,হাসি, আনন্দ, সংস্কৃতি আর পড়াশুনা,,
সবকিছু মিলিয়েই তারা আমাদের সোনাকণা।
কৌতুহলী চোখে তাদের কতো স্বপ্ন জাগে,,
তাইতো কাজের ডাকে ওরাই সবার আগে।
এগিয়ে চলার প্রত্যয়ে তাদের এমন চলা,
অনেক কথার ফুলঝুরিও হয়না কিছু বলা।
“নারী” নয় মানুষ হবে, এই তাদের পণ,
তাদের আলোয় পূর্ণ হোক আঁধার ভূবন।
নুরুন নাহার বকুল, প্রধান শিক্ষক
চরনিলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়