রাজধানীতে ট্রাক চাপায় মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর ধানমন্ডিতে ট্রাক চাপায় সরওয়ার শেখ (৩৮) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে ধানমন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সরওয়ার শেখের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দে। তার বাবার নাম সামসুদ্দিন।
ট্রাকে থাকা হেলপার জালাল জানান, মুক্তাপুর থেকে সিমেন্টবোঝাই করে রাজবাড়ীর উদ্দেশে রওয়ানা হয়ে ধানমন্ডি এলাকায় ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়, সরওয়ার রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে চাকা মেরামত করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোরে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার বিষয়টি জানিয়েছেন।